facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

হৃদিতার চিত্রনাট্য নিয়ে দ্বন্দ্বের অবসান


১৭ আগস্ট ২০২০ সোমবার, ০৭:৫২  পিএম

নিজস্ব প্রতিবেদক


হৃদিতার চিত্রনাট্য নিয়ে দ্বন্দ্বের অবসান

হৃদিতার চিত্রনাট্য নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। 

আজ ১৭ আগস্ট বংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক সভায় এ বিষয়ে সমঝোতা হয়েছে । 

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহিম গুলজারের সভাপতিত্বে লেখক ও পরিচালক দ্বয়ের মধ্যে আনন্দঘন আলাপচারিতা হয়। জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক রচিত হৃদিতা উপন্যাসের চলচ্চিত্ররুপ যে লেখক এনামুল হকই দিয়েছেন তা পরিচালক এম এন ইস্পাহানী ও আরিফ জাহান হাসিমুখে স্বীকার করেন।হৃদিতা সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন লেখক এনামুল হক । এই সভায় বাংলাদেশে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, গুণী নির্মাতা শাহ আলম কিরণ, আব্দুস সামাদ খোকন সহ বেশ কজন গুণী পরিচালক উপস্থিত ছিলেন।সভা শেষে লেখক ও পরিচালক যুগল হাসিমুখে ফটোসেশনে অংশ নেন। 

হৃদিতা ছবিতে হৃদিতা চরিত্রে পূজা এবং কবির চরিত্রে এ বি এম সুমন অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। নব্বইয়ের দশকের প্রেম-বিরহ নিয়েই এই ছবির গল্প।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: