facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

সোনালী আঁশকে ডিএসইর সতর্কবার্তা


১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার, ১০:৩২  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


সোনালী আঁশকে ডিএসইর সতর্কবার্তা

কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ারবাজারে পাট খাতের তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের শেয়ার দাম অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তপক্ষ।

ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির শেয়ার নিয়ে সতর্কবার্তা দিয়েছিল ডিএসই।

শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিকে নোটিশ পাঠায়। ওই নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে গত ১১ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দাম এভাবে বাড়ছে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট কোম্পানির শেয়ারের দাম ছিল ৪৫৭.৭০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৬৫১.৪ টাকায়। ফলে এই ১০ কার্যদিবসে কোম্পানির শেয়ারের দাম ১৯৩.৭০ টাকা বা ৪২ শতাংশ বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: