facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

সাফজয়ী অনূর্ধ্ব-১৫ দলকে নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর


০৭ নভেম্বর ২০১৮ বুধবার, ০৮:৫১  পিএম

নিজস্ব প্রতিবেদক


সাফজয়ী অনূর্ধ্ব-১৫ দলকে নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ক্রীড়ামোদী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম সারাবিশ্বে। সুযোগ-সময় পেলে খেলা দেখতে মাঠেই চলে যান তিনি। তাছাড়া শিরোপা জয়ী দলকে গণভবনে ডেকে সংবর্ধনা দিতে কার্পণ্য নেই প্রধানমন্ত্রীর। তারই ধারাবাহিকতায় এবার সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে গণভবনে ডেকেছেন তিনি।

৮ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে গণভবন যাবে অনূর্ধ্ব-১৫ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে মেয়েদের ফুটবল দলও একাধিকবার প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়েছিল। এবার দেশকে সম্মান এনে দিয়ে শেখ হাসিনার নিমন্ত্রণ পেয়েছে কিশোররা।

গত ১ নভেম্বর সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোল হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। গ্রুপ পর্বে লাল-সবুজের দল হারিয়েছিল মালদ্বীপ এবং নেপালকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: