facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

সানোফির ৫৫ শতাংশ শেয়ার কিনছে বেক্সিমকো ফার্মা


২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার, ০৮:৩৬  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


সানোফির ৫৫ শতাংশ শেয়ার কিনছে বেক্সিমকো ফার্মা

সানোফি বাংলাদেশের অধিকাংশ শেয়ার কিনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শেয়ারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড। এই অধিগ্রহণ প্রস্তাবটি সহসাই চূড়ান্ত চুক্তিতে উপনীত হবে বলে আশা করছে বেক্সিমকো।

আট শতাধিক কর্মী বাহিনীর সানোফি বাংলাদেশ স্থানীয় বাজারে প্রায় ১০০ ব্র্যান্ডের জেনেরিক পণ্য উৎপাদন করে।

প্রস্তাব অনুযায়ী, সানোফি বাংলাদেশের ১৯ লাখ ৬৩ হাজার ২৪১টি শেয়ার কিনবে বেক্সিমকো, যা মোট শেয়ারের ৫৪ দশমিক ৬ শতাংশ। বাকি ৪৫ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক থাকবে বাংলাদেশ সরকার। এর মধ্যে প্রায় ২০ শতাংশের মালিক থাকবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং ২৫ দশমিক ৪ শতাংশের মালিক শিল্প মন্ত্রণালয়।

একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে বেক্সিমকোকে উপযুক্ত দরদাতা হিসেবে বেছে নিয়েছে সানোফি।


এই অধিগ্রহণ প্রস্তাবটি এখন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ বিভাগের অনুমোদনের অপেক্ষায় আছে।

এই অধিগ্রহণ প্রক্রিয়ার ব্যাপারে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সানোফি বাংলাদেশের অধিকাংশ শেয়ার কিনছি। এটি অনুমোদন পেলে আমাদের কোম্পানির ইতিহাসে এটিই হবে দ্বিতীয় কৌশলগত অধিগ্রহণ। এর আগে ২০১৮ সালে নুভিস্টার ফার্মা লিমিটেড অধিগ্রহণ করে বেক্সিমকো। উচ্চমানের পণ্য উৎপাদনের সুনাম আছে সানোফি বাংলাদেশের। এই অধিগ্রহণের মাধ্যমে আমাদের টেকসই রাজস্ব ও মুনাফা প্রবৃদ্ধি আরো শক্তিশালী হবে।

সূত্র: নাসডাক

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: