facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

সম্পদ বেশি দেখিয়েছে ডেসকো


১৬ জানুয়ারি ২০২১ শনিবার, ০২:৩৪  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


সম্পদ বেশি দেখিয়েছে ডেসকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে (ডেসকো) শ্রম আইনের ব্যত্যয় ঘটেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এমনটি জানিয়েছেন।

শ্রম আইনের ২০১৩ সালের সংশোধনী অনুযায়ি মুনাফার ৫ শতাংশ ফান্ড গঠন বাধ্যতামূলক। কিন্তু ডেসকো কর্তৃপক্ষ ২০১৯-২০ অর্থবছরে এসে এই ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তারা ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরের জন্য ফান্ড গঠন করেছে।

কিন্তু এর আগের ৪ অর্থবছরের জন্য (২০১৩-১৪ থেকে ২০১৬-১৭) ওই ফান্ড গঠন করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। এর মাধ্যমে কোম্পানিটি ২০ কোটি ১৪ লাখ টাকার দায় কম ও একই পরিমাণ সম্পদ বেশি দেখিয়েছে।

এদিকে শ্রম আইন অনুযায়ি প্রতি অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরনের বাধ্যবাধকতা থাকলেও ডেসকো কর্তৃপক্ষ তা পরিপালন করেনি। এক্ষেত্রে ৯ কোটি ৯৫ লাখ টাকা প্রদানের দরকার ছিল।

সরকার নিয়ন্ত্রিত ডেসকোর পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এরমধ্যে সরকারের মালিকানা ৬৭.৬৩ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৩.১০ শতাংশ, সাধারন বিনিয়োগকারীদের ৯.২০ শতাংশ ও বিদেশীদের ০.০৭ শতাংশ মালিকানা রয়েছে।

কোম্পানিটির শেয়ার শনিবার (১৬ জানুয়ারি) দাড়িঁয়েছে ৩৯.৭০ টাকায়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: