facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রিতে নতুন শর্ত


২১ অক্টোবর ২০২০ বুধবার, ০৪:০৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রিতে নতুন শর্ত

শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রিতে নতুন শর্ত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বন্দর থেকে খালাসের পরবর্তী পাঁচ বছর বিক্রি করা যাবে না। এরপর বিক্রি করলে অবচয়ের ভিত্তিতে নির্ধারিত হারে শুল্ককর পরিশোধ করতে হবে।

সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং হাইটেক পার্কে কর্তৃপক্ষের আওতাভুক্ত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন এ বিধান প্রযোজ্য।

এনবিআরের আদেশে বলা হয়েছে, ‘আমদানির পাঁচ বছর পর গাড়ি বেজা, বেপজা বা হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতায় অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর করা যাবে। এক্ষেত্রে গাড়ি আমদানি-সংক্রান্ত সব দলিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশসহ এনবিআরের কাছে আবেদন করতে হবে। এনবিআর আবেদন যাচাই করে হস্তান্তরের অনুমতি দেবে। আর বিক্রি করতে চাইলে গাড়ি আমদানি-সংক্রান্ত সব দলিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশসহ এনবিআরের কাছে বিক্রির আবেদন করতে হবে।’

আরও বলা হয়, ‘এনবিআর ইনভয়েস মূল্যের ওপর অবচয় হারের ভিত্তিতে শুল্ক নির্ধারণ করবে। বছর গণনার ক্ষেত্রে প্রথম রেজিস্ট্রেশনের তারিখ থেকে ন্যূনতম ৩৬৫ দিন অতিক্রম করতে হবে। প্রথম বছরের জন্য ১০ শতাংশ অবচয় হার নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় বছরে ২০ শতাংশ, তৃতীয় বছরে ৩০ শতাংশ, চতুর্থ বছরে ৪০ শতাংশ, পঞ্চম বছরে ৫০ শতাংশ, ষষ্ঠ বছরে ৬০ শতাংশ, সপ্তম বছরে ৭০ শতাংশ এবং অষ্টম বা তার বেশি বয়সের গাড়ির জন্য ৮০ শতাংশ অবচয় হার নির্ধারণ করা হয়েছে।’

অপরদিকে হস্তান্তর বা সরাসরি বিক্রি না করে নিলামে গাড়ি বিক্রি করতে চাইলেও এনবিআরে আবেদন করতে হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: