facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

লেনদেনের শীর্ষে ব্যাংক খাত


০৪ ডিসেম্বর ২০২১ শনিবার, ০২:৩৪  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর) খাতভিত্তিক লেনদেনের শীর্ষ স্থানে উঠে এসেছে ব্যাংক খাত। ডিএসইতে মোট খাতভিত্তিক লেনদেনের মধ্যে ২৮.৯০ শতাংশ অবদান রয়েছে এ খাতের।

এছাড়া, ১৩.৪০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে আছে ওষুধ ও রসায়ন খাত এবং ১২.৭০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে আছে বিবিধ খাত।

ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে টেক্সটাইল খাতের ৮.৯০ শতাংশ, জ্বলানি ও বিদ্যুৎ খাতের ৪.৯০ শতাংশ, আর্থিক খাতের ৪.৮০ শতাংশ, প্রকৌশল খাতের ৪.৮০ শতাংশ, জীবন বিমা খাতের ৩.৫০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতের ২.৯০ শতাংশ, সাধারণ বিমা খাতের ২.৯০ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতের ২.৬০ শতাংশ, ট্যানারি খাতের ২.০০ শতাংশ, সেবা খাতের ১.৫০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৪০ শতাংশ, পেপার খাতের ১.৩০ শতাংশ, টেলিকম খাতের ১.১০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতের ০.৮০ শতাংশ, মিউচু্য়্যাল ফান্ড খাতের ০.৮০ শতাংশ, সিরামিক খাতের ০.৫০ শতাংশ ও পাট খাতের শূন্য শতাংশ অবদান রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: