facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

রবিসহ ৩ কোম্পানিতে বিক্রেতা নেই


১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার, ০৩:০৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


রবিসহ ৩ কোম্পানিতে বিক্রেতা নেই

শেয়ারবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটাসহ তিন কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। আজ (১২ জানুয়ারি) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : অলটেক্স, রবি আজিয়াটা এবং বিবিএস কেবলস।

জানা গেছে, সোমবার অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

রবি আজিয়াটা : সোমবার রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬৩.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

বিবিএস কেবলস: সোমবার বিবিএস কেবলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৮.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: