facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

রবি শেয়ারবাজারের গভীরতা বাড়াবে


২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার, ০৯:২৩  পিএম

এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

শেয়ার বিজনেস24.কম


রবি শেয়ারবাজারের গভীরতা বাড়াবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সম্প্রতি মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন নিয়ে কথা বলেন। রবি শেয়ারবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাবক হিসেবে কাজ করবে। কারণ, আমাদের বাজারে ভালো শেয়ারের খুবই অভাব। এ অবস্থায় রবি বাজারে এলে সেই ঘাটতি কিছুটা হলেও দূর হবে। ২০০৯ সালে গ্রামীণফোন তালিকাভুক্ত হওয়ার পর থেকে বহুজাতিক ও করপোরেট সুশাসনে উন্নত মানের কোনো কোম্পানি আর বাজারে আসেনি। তাই আমি মনে করি, রবি তালিকাভুক্ত হলে সেদিক থেকেও বাজার উপকৃত হবে। 

 

মূলধনের দিক থেকে রবি সবচেয়ে বড় কোম্পানি। বলা হচ্ছে, এখন পর্যন্ত এটিই শেয়ারবাজারের সবচেয়ে বড় আইপিও। এ ধরনের বড় কোম্পানি বাজারে দেশি-বিদেশি নতুন অনেক বিনিয়োগকারী নিয়ে আসে। গ্রামীণফোনের বেলায় আমরা সেটি দেখেছি। 

 

এ ছাড়া বড় মূলধনি কোম্পানি হওয়ায় রবি শেয়ারবাজারে আসার পর বাজার মূলধনও অনেক বেড়ে যাবে। বর্তমানে মোট দেশজ উৎপাদন বা জিডিপির তুলনায় শেয়ারবাজারের বাজার মূলধন খুবই কম। এ ক্ষেত্রে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে বাংলাদেশ। রবি বাজারে যুক্ত হলে জিডিপির তুলনায় শেয়ারবাজারের বাজার মূলধন পরিস্থিতিরও উন্নতি হবে। তা ছাড়া ভালো মানের কোম্পানি শেয়ারবাজারে যত বেশি থাকবে, দেশ-বিদেশে বাজারের ভাবমূর্তিও তত বাড়বে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: