facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

যে আমলে পাপী ব্যক্তির শেষ পরিণতিও ভালো


১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার, ১১:৩০  এএম

নিজস্ব প্রতিবেদক


যে আমলে পাপী ব্যক্তির শেষ পরিণতিও ভালো

আল্লাহ তাআলার গুণবাচক নামের রয়েছে অসংখ্য ফজিলতপূর্ণ আমল। এসব আমল যথাযথ পালন করলে দুনিয়া ও পরকালের অনেক উপকার ও ফজিলত অর্জিত হয়।

হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْاَخِرُ) ‘আল-আখিরু’ একটি। এ গুণবাচক নামের তাসবিহ বা আমল একজন পাপী ব্যক্তিকে ভালো পরিণতির দিকে ধাবিত করে।

আল্লাহর গুণবাচক নাম (اَلْاَخِرُ) ‘আল-আখিরু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
Amal-Topউচ্চারণ : ‘আল-আখিরু’
অর্থ : ‘সব কিছুর শেষেও যিনি থাকবেন।’

আল্লাহর গুণবাচক নাম (اَلْاَوَّلُ)-এর আমল

ফজিলত
>> যে ব্যক্তি পাপ-করতে করতে জীবনের শেষ বয়সে এসে উপনীত হয়েছে সে যেন আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْاَخِرُ) ‘আল-আখিরু’-এর তাসবিহ সর্বক্ষণ পড়তে থাকে; আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তির শেষ পরিণতি ভালোই হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে এ ছোট্ট আমলটি করার মাধ্যমে জীবন সায়াহ্নে ভালো পরিণতি লাভের তাওফিক দান করুন। আমিন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: