facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা


২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার, ০৯:৪০  এএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহ কেটেছে ধীরগতিতে। এ সময় বাজারে সূচক মিশ্রপ্রবণতা থাকলেও লেনদেন কমেছে। তবে এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা।  

বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৫৬১ কোটি ২৩ লাখ ৭৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯৪ হাজার ৬৮৫ কোটি ৪১ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬৩০ কোটি ৮৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন বেড়েছে ৩ হাজার ৯৪৫ কোটি ৪৮ লাখ টাকা। পুরো পুঁজিবাজারে বা দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা।    

গত সপ্তাহে ডিএসইতে ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ১ হাজার ৪১২ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকা বা ১২.৭০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৫০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৯৯ পয়েন্ট কমে ২ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৬২টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৮০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৫০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: