facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

মাদক পাচারে কেএফসিতে ২২ ফুট নিচে ৬০০ ফুট সুড়ঙ্গ


২৬ আগস্ট ২০১৮ রবিবার, ১০:০৫  পিএম

ডেস্ক রিপোর্ট


মাদক পাচারে কেএফসিতে ২২ ফুট নিচে ৬০০ ফুট সুড়ঙ্গ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বন্ধ হয়ে যাওয়া কেএফসির মাটির ২২ ফুট নিচ দিয়ে ৬০০ ফুট লম্বা একটা সুড়ঙ্গ পাওয়া গেছে। যে সুরঙ্গ দিয়ে গিয়ে পুলিশ উদ্ধার করে ২৩৯ প্যাকেট বিভিন্ন মাদক। যার মূল্য ১০ লাখ ডলার।

বন্ধ ওই রেস্তোরাঁয় গত ২৩ আগস্ট এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় অ্যারিজোনার বর্ডার সিটি পুলিশের। বহু প্ল্যাস্টিক ব্যাগ একটি গাড়িতে ভরছিলেন তিনি। এসময় পুলিশের সঙ্গে থাকা নার্কোটিকস ডগ আশপাশে মাদকের গন্ধ পায়। নার্কোটিকস ডগের আচার-আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ অভিযান শুরু করে।

যে ব্যক্তি প্যাকেট গাড়িতে ভরছিলেন তার নাম জেসাস ইভান লোপেজ গারসিয়া। চলতি বছরের এপ্রিলে ৩ লাখ ৯০ হাজার ডলারে ওই বন্ধ রেস্তোরাঁ কেনেন তিনি।

ইভান লোপেজকে গ্রেপ্তারের পর রেস্তোরাঁয় তল্লাশি চালায় পুলিশ। খোঁজ মেলে বিশাল এই সুড়ঙ্গের।

২২ ফুট গভীর ওই সুড়ঙ্গ ধরে হাঁটতে থাকে পুলিশ। ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গে ৬০০ ফুট যাওয়ার পর অন্য মুখের সন্ধান পাওয়া যায়। একটি বেডরুমের বিছানার নিচে মুখ ওই সুড়ঙ্গের।

কিন্তু ততক্ষণে অ্যারিজোনার সীমানা ছাড়িয়ে মেক্সিকোয় পৌঁছে গিয়েছে তারা।

আরিজোনা সিটি পুলিশ জানিয়েছে, এই ভূগর্ভস্থ পথ দিয়েই প্রতিবেশী দেশে মাদক পাচার হত। ওই ঘরে কেউ ছিলেন না। পাচার চক্রের অন্যদের খোঁজ করছে পুলিশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: