facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ব্যাপক বিক্রি কমায় স্টাইলক্রাফটের ব্যবসা নিয়ে শঙ্কা


০৪ ডিসেম্বর ২০২২ রবিবার, ১০:২৯  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ব্যাপক বিক্রি কমায় স্টাইলক্রাফটের ব্যবসা নিয়ে শঙ্কা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফটের ব্যবসা পরিচালনা করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নিরীক্ষক। বস্ত্র খাতের কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে ব্যাপক বিক্রি কমেছে। এছাড়া, কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ এবং ব্যাংক ঋণ বেড়েছে। এই পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী স্টাইলক্রাফট কর্তৃপক্ষ কর্মীদের মধ্যে ডব্লিউপিপিএফ ফান্ড বিতরণ করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া, কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন করে কস্ট প্রাইসে মজুদ পণ্য দেখিয়েছে বলে নিরীক্ষক জানান।

পুঁজিবাজারে ১৯৮৩ সালে তালিকাভুক্ত হয় স্টাইলক্রাফট। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮৯ লাখ টাকা। কোম্পানিটির বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা বা পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে শেয়ার রয়েছে ৬১.১৯ শতাংশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: