facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

বিক্রেতা নেই ৮ কোম্পানির শেয়ারের


২৩ জুন ২০২১ বুধবার, ০২:১৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


বিক্রেতা নেই ৮ কোম্পানির শেয়ারের

পুঁজিবাজারে বুধবার (২৩ জুন) বেশ কিছু কোম্পানির শেয়ার দর বেড়েছে। লেনদেন চলাকালীন বাজারে ৮ কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ বেড়ে বিক্রেতা সংকটে পড়েছে।

বুধবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকটে পড়েছে সেগুলোর মধ্যে সদ্য ওভার দ্যা কাউন্টার থেকে মূল মার্কেটে ফিরে আসা কোম্পানিও রয়েছে। কোম্পানিগুলো হলো— মুন্নু সিরামিক, বাংলাদেশ মনোস্পুল পেপার, মুন্নু ফেব্রিক্স, তমিজউদ্দিন টেক্সটাইল, মালেক স্পিনিং, ফু-ওয়াং ফুড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং অলিম্পিক এক্সেসরিজ।

জানা গেছে, মঙ্গলবার মুন্নু সিরামিকের শেয়ার ১১১.৪০ টাকায় লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১২২.৫০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১১.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ মনোস্পুল পেপার


আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১০৬.৯০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১১৭.৫০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১০.৬০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

মুন্নু ফেব্রিক্স

আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২১.২০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৩.৩০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

তমিজউদ্দিন টেক্সটাইল

আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২৫.৪০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৭.৯০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।

মালেক স্পিনিং

আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২৮.৮০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৩১.৬০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৭২ শতাংশ বেড়েছে।

ফু-ওয়াং ফুড

আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১৫.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৭ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৯.৬৭ শতাংশ বেড়েছে।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস

আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১২.৭০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৩.৯০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৪৪ শতাংশ বেড়েছে।

অলিম্পিক এক্সেসরিজ

আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৯.৬০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১০.৫০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.৩৭ শতাংশ বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: