facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

বন্ড ছাড়বে এইচআর টেক্সটাইল


০৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার, ০২:৫৩  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


বন্ড ছাড়বে এইচআর টেক্সটাইল

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল কলাবেল জিরো কুপন বন্ড ইস্যুর করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১২৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৮৭৮ টাকার বন্ড ইস্যু করবে। প্রতি বন্ডের মূল্য হবে ১ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এইচআর টেক্সটাইল এ বন্ড ইস্যু করবে।

তিন থেকে সাত বছর মেয়াদি এ বন্ড ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট হাউজ, অনাবাসী বাংলাদেশি এবং সাধারণ বিনিয়োগকারীদের দেওয়া হবে।

এই বন্ড প্রদান থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির লাভজনকতা এবং বৃদ্ধির সম্ভাবনা উন্নত করতে ব্যবহৃত হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: