facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

পুঁজিবাজারে বড় পতন


০৪ এপ্রিল ২০২১ রবিবার, ০৫:৩১  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারে বড় পতন

বাংলাদেশের পুঁজিবাজারে রোববার (৪ এপ্রিল) বড় ধরনের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনের পর ৫ হাজার পয়েন্টের কোটায় নেমেছে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন। লকডাউনের খবরে পুঁজিবাজারে এমন পতন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, কিছু দিন ধরেই গুজব চলছিল যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ায় লকডাউন দিতে পারে সরকার। অন‌্যদিকে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। অবশেষে সরকার লকডাউন ঘোষণা করলেও পুঁজিবাজারে লেনদেন বন্ধ হবে না বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করে আসছে বিএসইসি। কিন্তু বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ কারণে আগের দিনের চেয়ে রোববার লেনদেন কিছুটা বেড়েছে। মূলত লকডাউনের খবরে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে সূচকে বড় ধরনের পতন হয়েছে।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে রোববার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০২০ সালের ২০ ডিসেম্বর ডিএসইএক্স সূচক ৫ হাজার ৭৪ পয়েন্টে নেমেছিল। রোববার ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৯০১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২১ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৩৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩২৪ পয়েন্ট কমে ৮ হাজার ৮৭৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত আছে ১৯টির। সিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩৮ লাখ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: