facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

পুঁজিবাজারে আসছে মিডল্যান্ড ব্যাংক


২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার, ০৩:০২  পিএম

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারে আসছে মিডল্যান্ড ব্যাংক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যম পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করবে নতুন প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে ব্যাংকটি।

ব্যাংকটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। মঙ্গলবার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান-উজ্জামান ও লংকাবাংলা ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম।

উপস্থিত ছিলেন- লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জহিরুল ইসলাম, ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসান, কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরিফসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংক সূত্র মতে, প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। ডিসেম্বর, ২০২০ সময়ের আর্থিক প্রতিবেদন দিয়ে আইপিওর জন্য আবেদন করতে চায় কোম্পানিটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: