facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

পুঁজিবাজার থেকে অর্থ তুলবে সলিড ফিড


২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার, ০২:৪৬  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজার থেকে অর্থ তুলবে সলিড ফিড

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে তালিকাভুক্ত হবে সলিড ফিড। এ লক্ষ্যে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে শেয়ার ছাড়বে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, সলিড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান সলিড ফিড। মূল গ্রুপটি ২০০৫ সালে কৃষিভিত্তিক ব্যবসায় যাত্রা শুরু করে। সলিড ফিড গবাদি পশু, হাঁস-মুরগি, মাছের খাদ্য উৎপাদন করে। গাজীপুর জেলার কলিয়াকৈরের কুয়ারচালায় সলিড ফিড মিলটি অবস্থিত।

বাজারে আসার লক্ষ্যে সলিড ফিড মিলস লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সম্প্রতি তাদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে।

চুক্তি সই করার সময় সলিড ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান ডা. ওমর আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল হেলাল, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মতিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রশিদুল হাসানসহ এসব প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: