facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

পর্ষদ সভার তারিখ জানালো আরো ২৬ কোম্পানি


২৪ এপ্রিল ২০২১ শনিবার, ১২:৪২  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


পর্ষদ সভার তারিখ জানালো আরো ২৬ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৬টি কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : এনআরবিসি ব্যাংক, রেকিট বেনকিজার, আইসিবি ইসলামিক ব্যাংক, পাওয়ার গ্রীড, সিলভা ফার্মা, আরএসআরএম স্টিল, এএমসিএল (প্রাণ), পদ্মা অয়েল, ইস্টার্ন লুব্রিকেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি ল্যাম্পস, রংপুর ফাউন্ড্রি, আনলিমা ইয়ার্ন, জাহিনটেক্স, এসোসিয়েটেড অক্সিজেন, ব্যাংক এশিয়া, এইচআর টেক্সটাইল, রেনেটা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, সী পার্ল, এপেক্স ট্যানারি, স্ট্যান্ডার্ড ব্যাংক, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিকি, বেক্সিমকো এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ২৯ এপ্রিল দুপুর ২.৩০টায়, রেকিট বেনকিজারের ২৯ এপ্রিল দুপুর ১টায়, আইসিবি ইসলামিক ব্যাংকের ২৮ এপ্রিল দুপুর ২.৩৫টায়, পাওয়ার গ্রীডের ২৮ এপ্রিল দুপুর দেড়টায়, সিলভা ফার্মার ২৮ এপ্রিল দুপুর ২.৩০টায়, আরএসআরএম স্টিলের ২৯ এপ্রিল দুপুর ২টায়, এএমসিএলের (প্রাণ) ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, পদ্মা অয়েলের ২৭ এপ্রিল দুপুর ২টায়, ইস্টার্ন লুব্রিকেন্টসের ২৯ এপ্রিল দুপুর ১টায়, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৯ এপ্রিল বিকাল ৩টায়, বিডি ল্যাম্পসের ২৮ এপ্রিল দুপুর ১টায়, রংপুর ফাউন্ড্রির ২৮ এপ্রিল বিকাল ৪টায়, আনলিমা ইয়ার্নের ২৮ এপ্রিল দুপুর ২টায়, জাহিনটেক্সের ২৯ এপ্রিল বিকাল ৪টায়, এসোসিটেড অক্সিজেনের ২৮ এপ্রিল দুপুর দেড়টায়, ব্যাংক এশিয়ার ২৭ এপ্রিল দুপুর ২.৩০টায়, এইচআর টেক্সটাইলের ২৮ এপ্রিল বিকাল ৩.৪৫টায়, রেনেটার ২৮ এপ্রিল দুপুর ১টায়, বেঙ্গল উইন্ডসোরের ২৮ এপ্রিল দুপুর ২.৩০টায়, সী পার্লের ২৬ এপ্রিল বিকাল ৩টায়, এপেক্স ট্যানারির ২৮ এপ্রিল দুপুর ২.৩০টায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৮ এপ্রিল বিকাল ৩টায়, বেক্সিমকো সিনথেটিকসের ২৯ এপ্রিল বিকাল ৪টায়, শাইনপুকুর সিরামিকের ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, বেক্সিমকোর ২৯ এপ্রিল বিকাল ৩টায় এবং বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৯ এপ্রিল দুপুর ২.৩০টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংক ও রেকিট বেনকিজারের বোর্ড সভায় লভ্যাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংক, পাওয়ার গ্রীড, সিলভা ফার্মা, আরএসআরএম স্টিল, এএমসিএল (প্রাণ), পদ্মা অয়েল, ইস্টার্ন লুব্রিকেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি ল্যাম্পস, রংপুর ফাউন্ড্রি, আনলিমা ইয়ার্ন, জাহিনটেক্স, এসোসিয়েটেড অক্সিজেন, ব্যাংক এশিয়া, এইচআর টেক্সটাইল, রেনেটা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, সী পার্ল, এপেক্স ট্যানারি, স্ট্যান্ডার্ড ব্যাংক, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিকি, বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বোর্ড সভায় প্রান্তিক সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: