facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

পর্যাপ্ত পেঁয়াজ আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই : বাণিজ্যমন্ত্রী


১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার, ০৭:০৫  পিএম

নিজস্ব প্রতিবেদক


পর্যাপ্ত পেঁয়াজ আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই : বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজ নিয়ে আতঙ্কিত না হতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুত আছে।

সচিবালয়ে আজ বুধবার পেঁয়াজের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে আগামী মৌসুম পর্যন্ত ১০ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। তার মধ্যে আমাদের প্রায় ৬ লাখ টন পেঁয়াজ আছে। ঘাটতি ৪ লাখ টন।’

মন্ত্রী বলেন, ‘ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় একটু সমস্যা হয়েছে। অন্য মার্কেট থেকে পেঁয়াজ আনার চেষ্টা করছি। আমরা আগামী ৩০ দিন সময় পেলে অন্য দেশ থেকে পেঁয়াজ আনব। তখন আর তেমন সমস্যা হবে না।’

তুরস্ক ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে মন্ত্রী জানান। ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন ভোক্তারা বেশি করে পেঁয়াজ কেনায় ‘প্যানিক বায়িং’ তৈরি হয়েছে। এটার দরকার নেই। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দেন।

ভারতের হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারতে পেঁয়াজের দাম বাড়ছে। এ কারণে না কি অন্য কোনো কারণ আছে জানি না। আমি বাণিজ্যমন্ত্রী হিসেবে কথা বলছি। এর পেছনে গভীর রাজনীতি আছে কি না জানি না।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: