facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

নির্দেশনা লঙ্ঘনে দুই প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা


১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার, ০৬:৩২  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


নির্দেশনা লঙ্ঘনে দুই প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার ১৩ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির ৭৫৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার স্কাইজ সিকিউরিটিজ লিমিটেড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ৮(১) সহ মার্জিন ঋণ প্রদানসংক্রান্ত কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ৪(১) ও ৮(১) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বাই লজের বাই ল ৭.৩.৩ (বি) ভঙ্গসহ মার্জিন রুল, ১৯৯৯ লঙ্ঘন করেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির অনুমোদিত প্রতিনিধি ইকবাল হোসেন ক্রয়/বিক্রয় আদেশ ফরমে সইবিহীন লেনদেন সম্পাদনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ৪(১) ভঙ্গ করেছেন। এই দায়ে ইকবাল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: