facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

নারী মেম্বারের মাথায় পিস্তল ঠেকিয়ে চেয়ারম্যানের কাণ্ড


১৮ মার্চ ২০১৮ রবিবার, ০২:০৩  এএম

স্টাফ করেসপন্ডেন্ট

শেয়ার বিজনেস24.কম


নারী মেম্বারের মাথায় পিস্তল ঠেকিয়ে চেয়ারম্যানের কাণ্ড

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য মেরিনা খাতুনের মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন চেয়ারম্যান মিনহাজ ফকির।

শুক্রবার (১৬ মার্চ) মেরিনা খাতুন ঈশ্বরদী থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ_ মেরিনা ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য। কাবিখা প্রকল্পের আওতায় একটি রাস্তার কাজ বাবদ সরকার দুই লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়। ওই প্রকল্পের পিআইসি মেরিনা খাতুন নিজে।

গেলো বৃহস্পতিবার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে আনেন মেরিনা। পরে রাত ১২টার দিকে চেয়ারম্যান মিনহাজ ফকির ও তার চাচাতো ভাই মেম্বারের বাসায় ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যান।

এ ব্যাপারে চেয়ারম্যান মিনহাজ ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেরিনা নিজেই আমাকে প্রজেক্টের টাকাগুলো দিয়েছে। এখানে অস্ত্র ঠেকানোর মতো কোনো ঘটনা ঘটেনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, টাকা নেয়ার ঘটনা সত্য। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: