facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

নতুন ভবন নির্মাণ করবে শমরিতা হাসপাতাল


২৬ জুলাই ২০২১ সোমবার, ০১:১২  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


নতুন ভবন নির্মাণ করবে শমরিতা হাসপাতাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেডের পর্ষদ নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ভবটি হবে ৮ তলা বিশিষ্ট। বেসমেন্টসহ পুরো ভবটি হবে ১৫ হাজার ৫৬০ বর্গফুট। যা নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাড়ে ৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভবনটি নির্মাণের পর তাতে ইটিপি, ফিজিওথেরাপি সেন্টার, কেমোথেরাপি ইউনিট, কনসালটেন্টস চেম্বার, ক্যান্টিন এবং ডরমেটরির কাজে ব্যবহার করা হবে। নতুন ভবন নির্মাণ প্রকল্পটি ২০২৩ সালে শেষ হবে। প্রকল্পটিতে নিজস্ব উৎস থেকে অর্থায়ন করবে বলে জানা গেছে।

এছাড়াও কোম্পানিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় দুটি ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি ভবন আবাসিক কাজে ব্যবহার হবে। এতে কোম্পানির ৪০ লাখ টাকা ব্যয় হবে। এই ভবন থেকে হাসপাতালটির মাসে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা আয় হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: