facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

নগদ লভ্যাংশ দিলো ৯ কোম্পানি


০৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার, ১০:৩৪  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


নগদ লভ্যাংশ দিলো ৯ কোম্পানি

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৯টি কোম্পানিরে ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- পদ্মা ওয়েল, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, ফু-ওয়াং সিরামিক, বিএসআরএম স্টিল, বাংলাদেশ স্টিল, হামিদ ফেব্রিকস, আমরা নেটওয়ার্কস ও আমরা টেকনোলজিস।

কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের পদ্মা অয়েল ১২৫ শতাংশ নগদ, প্যারামাউন্ট টেক্সটাইল ১০ শতাংশ, বিডি থাই ফুড ৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ২ শতাংশ, বিএসআরএম স্টিল ৩৫ শতাংশ নগদ, বাংলাদেশ স্টিল ৩০ শতাংশ নগদ, হামিদ ফেব্রিকস ৫ শতাংশ নগদ, আমরা নেটওয়ার্কস ১০ শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস), আমরা টেকনোলজি ১২ শতাংশ (৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস)।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: