facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বন্ড অনুমোদন


২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার, ০২:২৫  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৩০০ কোটি টাকার (ইস্যু মূল্য ২৬৩ কোটি ২৪ লাখ টাকা) নন-কনভার্টেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।

বন্ডটির ইউনিট লটের মূল্য ৪০ লাখ টাকা (ইস্যু মূল্য ৩৫ লাখ ৯ হাজার ৮৪৬)। বন্ডটির ডিসকাউন্ট হার সর্বোচ্চ ৬ শতাংশ।

বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ ডেল্টা ব্র্যাক হাউজিং গৃহঋণ খাতে ব্যয় করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: