facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

ডিএসই ও সিএসইর সঙ্গে এনার্জিপ্যাকের চুক্তি


২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার, ০৬:৫৩  পিএম

নিজস্ব প্রতিবেদক


ডিএসই ও সিএসইর সঙ্গে এনার্জিপ্যাকের চুক্তি

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের আইপিও বিডিং সম্পর্কিত শেয়ারিং ইউনিফর্ম এবং ইন্টিগ্রেটেড ইলেক্ট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেমের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় ডিএসই সভাকক্ষে (ডিএসই টাওয়ার, প্লট-৪৬, রোড- ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯) এক অনুষ্ঠান হয়।

মূলত পুঁজিবাজার থেকে ১৫০ (একশত পঞ্চাশ) কোটি টাকা সংগ্রাহের জন্য আগামীকাল ২১ থেকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এনার্জিপ্যাকের ইলেক্ট্রনিক বিডিং কার্যক্রম শুরু হবে।

ওই অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, ডিরেক্টর এনামুল হক চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক এবং ইস্যু ম্যানেজার লংকাবাংলা ইনভেস্টম্যানের সিইও ইফতেখার আলমসহ সব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: