facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

জানুয়ারির মধ্যেই কর্মপরিকল্পনা দিতে হবে ডিএসইকে


১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার, ০৯:৫৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


জানুয়ারির মধ্যেই কর্মপরিকল্পনা দিতে হবে ডিএসইকে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি বিভাগে দক্ষ জনবলের অভাব রয়েছে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে ডিএসইর আইটিতে দক্ষ জনবল সম্পৃক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ডিএসইর আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেয় কমিশন।

সভায় সভাপতিত্ব করা বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ডিএসইর আইটি কমিটিতে সক্ষম জনবলের অভাব রয়েছে। এই কমিটিতে এ কে এম মাসুদ ছাড়া তো দক্ষ লোক নেই। এজন্য তাদেরকে ওই কমিটিতে এই খাতে সমৃদ্ধ জনবল সংযুক্ত করার জন্য বলেছি। এক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে জনবল নিতে পারে। ওখানে অনেক বিশেষজ্ঞ আছে।’

তিনি বলেন, ভবিষ্যতে তিন হাজার বা পাঁচ হাজার কোটি টাকার লেনদেন হওয়ার বিষয়টি ডিএসইর পর্ষদ এখনও অনুধাবন করেনি। যে কারণে টেকনিক্যাল টিমও ভবিষ্যৎ করণীয় নিয়ে কিছু বলছে না। তাদের ব্যবসা পরিকল্পনাই নেই।’

শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসইসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সিডিবিএলকে শুধু একা ডিজিটালাইজড হলে হবে না। এখানে সবপক্ষকেই পারস্পরিক সুবিধার্থে ডিজিটালাইজড হতে হবে। অন্যথায় গ্রাহকের অসন্তুষ্টিতে ডিএসইকে লুজার হতে হবে। কিন্তু দেশের ভবিষ্যত উজ্জল সত্ত্বেও ডিএসই কেনো এই বিষয়টি নিয়ে চুপচাপ বসে রয়েছে, তা আমার কাছে বোধগম্য না।’

তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য বাড়তে থাকলেও ডিএসইর প্রস্তুতির অভাব দেখছি। এই সমস্যা কাটিয়ে তোলার জন্য তাদেরকে জানুয়ারি মাসের মধ্যেই কর্মপরিকল্পনা দিতে বলেছি। এতে সময় উল্লেখ করে কতদিন ধরে কি করা হবে, তা জানাতে বলেছি। একইসঙ্গে পরবর্তী মাসের শেষ কার্যদিবসে আপডেট দিতে বলেছি।


অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মো. আশরাফুল ইসলাম, উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, ডিএসইর আইসিটি কমিটির প্রধান ও স্বতন্ত্র পরিচালক একেএম মাসুদ, পরিচালক শাকিল রিজভী, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোওয়ারি, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: