facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

চলতি বছরেই ইসলামী বন্ড চালুর উদ্যোগ


২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার, ০৭:৩৪  এএম

শেয়ার বিজনেস24.কম


চলতি বছরেই ইসলামী বন্ড চালুর উদ্যোগ

কেবল মুসলিম বিশ্বেই নয়, বরং এর গণ্ডি ছাড়িয়ে পশ্চিমা বাজারেও জায়গা করে নিয়েছে সুকুক বা ইসলামিক বন্ড। সব মিলিয়ে বিশ্বে সুকুকের বাজার ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। মালয়েশিয়া ও সৌদি আরবের অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে এটি। অথচ বাংলাদেশে এখনো সুকুক চালু হয়নি। আশার কথা হলো, দেশে এ শরিয়াহভিত্তিক ইসলামিক বন্ড চালুর কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই পুঁজিবাজারে সুকুক চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 

‘ওয়ার্কশপ অন ইস্যুয়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অব সুকুক ইন বাংলাদেশ’ শীর্ষক চার দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল এ আশার কথা জানানো হয়েছে। দেশের বাজারে সুকুককে জনপ্রিয় ও কার্যকর করে তুলতে সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ব্যাংকস অব বাংলাদেশ ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল শরিয়াহ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফিন্যান্স (ইসরা) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।

 

গতকাল সকাল সাড়ে ১০টায় অনলাইন প্লাটফর্মে (জুম ওয়েবিনারে) কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সারা বিশ্বেই জনপ্রিয়তা পেয়েছে সুকুক। আমরা চাইছি উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশেও শরিয়াহভিত্তিক ইসলামিক বন্ড তথা সুকুক চালু হোক। এজন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের পুঁজিবাজারে সুকুক চালু করা সম্ভব হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম আযীযুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়ার ইসরার নির্বাহী পরিচালক প্রফেসর ড. মোহামদ আকরাম লালদিন। অন্যদের মধ্যে বাহরাইনভিত্তিক সংগঠন অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের (এএওআইএফআই) মহাসচিব ওমর মুস্তফা আনসারী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান, সাবেক অর্থ সচিব আরাস্তু খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ, ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, অর্থনীতিবিদ ড. এম কবির হাসান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের মহাসচিব মো. আবদুল্লাহ শরীফ।

 

সভাপতির বক্তব্যে এম আযীযুল হক বলেন, বাংলাদেশ সরকার শিগগিরই সুকুক প্রবর্তন করার কথা ভাবছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এরই মধ্যে এ-সংক্রান্ত নীতিমালা ইস্যু করেছে। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা চূড়ান্ত করতে যাচ্ছে। ব্যাংকসহ কিছু করপোরেট প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে সুকুক চালুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের ব্যাংকিং খাতসংশ্লিষ্ট ২৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় কর্মশালা। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, বিআইবিএম, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), মার্চেন্ট ব্যাংকসহ ৪৫টি প্রতিষ্ঠানের ১৬৫ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। চার দিনব্যাপী কর্মশালাটি ২৯ সেপ্টেম্বর শেষ হবে। প্রতিদিন বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কর্মশালা চলবে। কর্মশালার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বণিক বার্তা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: