facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

‘কমোডিটি এক্সচেঞ্জ আরও আগে হওয়া উচিত ছিল’


১৭ মে ২০২২ মঙ্গলবার, ০৯:২৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


‘কমোডিটি এক্সচেঞ্জ আরও আগে হওয়া উচিত ছিল’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাংলাদেশে অনেক আগেই কমোডিটি একচেঞ্জ কার্যক্রম শুরু হওয়া উচিত ছিল। তবে, এটি সুখবর যে, আমরা এখন এ প্রক্রিয়া শুরু করতে পেরেছি।’

গত সোমবার (১৬ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিএসই থেকে জানানো হয়েছে, বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের অগ্রগতি সম্পর্কে জানাতেই বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিএসই পর্ষদের সদ্যরা।

সিএসই এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের মধ্যে গত ১২ এপ্রিল চুক্তি হয়েছে। ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী অনলাইনে যুক্ত ছিলেন। কমোডিটি এক্সচেঞ্জের অগ্রগতি বিষয়ে অবহিত করতেই বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সিএসই পরিচালনা পর্ষদের সদস্যরা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: