facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ইজেনারেশন ও ইন্টেলিজেন্ট মেশিনের মধ্যে চুক্তি


১১ মে ২০২২ বুধবার, ০৪:১০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ইজেনারেশন ও ইন্টেলিজেন্ট মেশিনের মধ্যে চুক্তি

বাংলাদেশের শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেশন এবং সফটওয়্যার সলিউশন কোম্পানি ইজেনারেশন সম্প্রতি ইন্টেলিজেন্ট মেশিন সলিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে জেনারেশন -ইন্টেলিজেন্ট মেশিন সলিমিটেডকে ক্লাউডভিত্তিক মাইক্রোসফট অ্যাজুর সলিউশন প্রদান করবে। এর মধ্যে রয়েছে উৎপাদনশীলতা, সমন্বয়ক টুলস, স্মার্ট অ্যানালিটিকস সল্যুশনসহ একটি নিরাপদ ক্লাউড প্ল্যাটফর্মের অধীনে টাস্ক ব্যবস্থাপনা।

ইজেনারেশন লিমিটেডের স্ট্র্যাটেজিক সেলসের পরিচালক এমরান আবদুল্লাহ এবং ইন্টেলিজেন্ট মেশিনের প্রতিষ্ঠাতা ও সিইও অলি আহাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্রোসফটের টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার জান্নাতুল ফেরদৌস পপি, এবং টেরিটরি চ্যানেল ম্যানেজার এসএমবিলিড মোঃ আবু তাহের দুলাল।

ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, “আমরা ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেডের সাথে কাজ করতে পেরে আনন্দিত এবং তাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় একইসাথে কাজ করার জন্য আমরা অত্যন্ত আগ্রহী। তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়নগুলো দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। যার ফলে মডার্ন ওয়ার্ক প্লেস সলিউশনগুলো ব্যবসার ধারাবাহিক উন্নতি করতে এবং সর্বাধিক লাভ নিশ্চিত করার জন্য সংস্থাগুলোর ব্যবসায়িক কৌশলগুলোর একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে।"

ইন্টেলিজেন্ট মেশিন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও অলি আহাদ বলেন, ‘‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উদ্ভাবন হল ডিজিটাল ভবিষ্যতের চাবিকাঠি। যদি আমরা আমাদের কাজের ক্ষেত্রকে অপ্টিমাইজ করার জন্য ডিজিটাল সমাধান গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে আমরা আমাদের গ্রাহকদের জীবনে নতুন অভিজ্ঞতা দিতে পারব না, এই প্রেক্ষাপটে, আমরা মাইক্রোসফট থেকে উদ্ভাবনী ডিজিটাল সমাধান পেতে ইজেনারেশনের সাথে একই সাথে কাজ করতে পেরে আনন্দিত।”

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: