facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ইউনিয়ন ব্যাংকের আইপিও অনুমোদন


০৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার, ০২:২৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


ইউনিয়ন ব্যাংকের আইপিও অনুমোদন

বাংলাদেশের পুঁজিবাজার থেকে ৪২৮ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪২৮ কোটি টাকা তুলবে।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড ব্যাংক আইপিওর মাধ্যমে তোলা অর্থ এসএমই খাতের কোম্পানিতে বিনিয়োগ করবে, সরকারি সিকিউরটিজে বিনিয়োগ করেবে, পুঁজিবাজারে বিনিয়োগ করবে ও আইপিও খাতে ব্যয় করবে বলে আবদনে উল্লেখ করেছে।

ব্যাংকের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্র্যাক ইপিএল লিমিটেড ।

২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

ব্যাংকটির চেয়ারম্যান এহসানুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক চৌধুরী।

২০২০ সালের ৩১ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তাদের মোট সম্পদের পরিমাণ ২১ হাজার ৩ কোটি টাকা।

ব্যাংকটি ২০১৬ সালে ৮৫ কোটি টাকা, ২০১৭ সালে ৮৯ কোটি টাকা, ২০১৮ সালে ৯৫ কোটি ৩৭ লাখ টাকা, ২০১৯ সালে ৫৯ কোটি ৪৫ লাখ টাকা এবং ২০২০ সালে ৯৮ কোটি ৮৪ লাখ টাকা মুনাফা করেছে।

২০২০ সালের ৩০ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৬ টাকা ৩৮ পয়সা এবং শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ৭৭ পয়সা।

আইপিওর প্রক্রিয়া শেষে তালিকাভুক্ত হলে এটি হবে পুঁজিবাজারের ৩৩তম ব্যাংক।

এর আগে চলতি বছরের ২২ মার্চ এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক তালিকাভুক্ত হয়।

দীর্ঘ ১২ বছর পর এনআরবিসি ব্যাংক পুঁজিবাজারে আসে। ব্যাংকটি আইপিও ছেড়ে ১২০ কোটি তুলেছে।

এর পরে ১১ অগাস্ট তালিকাভুক্ত হয় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি)।

এর আগে ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সর্বশেষ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

দেশে বর্তমানে মোট সব মিলিয়ে মোট ৬১টি ব্যাংক আছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: