facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ই-ভ্যালির বিরুদ্ধে মামলা


১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার, ১১:৪১  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


ই-ভ্যালির বিরুদ্ধে মামলা

 

কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডায়মন্ড ওয়ার্ল্ডের লোগো, নাম এবং অলঙ্কার হুবহু নকল করে প্রচার ও বিক্রির অভিযোগে ই-কমার্স ওয়েবসাইট ই-ভ্যালির বিরুদ্ধে মামলা করেছে অলঙ্কার বিপণন প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড।

গত ৮ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম এবং নিজস্ব ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের পণ্য বিক্রির চুক্তি নেই। অর্থাৎ ডায়মন্ড ওয়ার্ল্ড তার নিজস্ব চ্যানেলে অলঙ্কার বিক্রি করে। সাম্প্রতিক সময়ে কিছু প্রতারক প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের নাম, লোগো ও প্রোডাক্ট ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে। এতে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন।

হলমার্কযুক্ত সঠিক পণ্য কিনতে তাদের নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে বা সরাসরি শোরুমগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: