facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

আট মিউচ্যুয়াল ফান্ডের দরপতন


২০ আগস্ট ২০২২ শনিবার, ০৯:৩০  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


আট মিউচ্যুয়াল ফান্ডের দরপতন

গত সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখীতার মধ্যদিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এ ঊর্ধ্বমুখী বাজারে দরপতনের তালিকায় প্রাধান্য দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে আটটিই রয়েছে মিউচ্যুয়ার ফান্ড। পতনের তালিকায় নাম লেখানো এ মিউচ্যুয়াল ফান্ডগুলো সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। দামের তুলনায় প্রতিটি মিউচ্যুয়াল ফান্ডই বিনিয়োগকারীদের আকর্ষণীয় লভ্যাংশ দিয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে এ ফান্ডটির দাম কমেছে ৩ দশমিক ১৩ শতাংশ। এমন দাম কমা মিউচ্যুয়াল ফান্ডটি সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ সেপ্টেম্বর। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ৬ টাকা ২০ পয়সা।

দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে এ ফান্ডটির দাম কমেছে ২ দশমিক ৬১ শতাংশ। এ মিউচ্যুয়াল ফান্ডটি সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ সেপ্টেম্বর। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ১১ টাকা ২০ পয়সা।

২ দশমকি ৫০ শতাংশ দাম কমার মাধ্যমে শীর্ষ দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এ মিউচ্যুয়াল ফান্ডটি সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৫ সেপ্টেম্বর। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ৭ টাকা ৮০ পয়সা।

দরপতনের শীর্ষ তালিকায় নাম লেখানো বাকি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে রয়েছে— এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফন্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড : সপ্তাহজুড়ে এ ফান্ডটির দাম কমেছে ২ দশমিক ২৭ শতাংশ। এ মিউচ্যুয়াল ফান্ডটি সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ সেপ্টেম্বর। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ৮ টাকা ৬০ পয়সা।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফন্ড: সপ্তাহজুড়ে এ ফান্ডটির দাম কমেছে ১ দশমিক ৬৭ শতাংশ। এ মিউচ্যুয়াল ফান্ডটি সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ সেপ্টেম্বর। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ৫ টাকা ৯০ পয়সা।

আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ : সপ্তাহজুড়ে এ ফান্ডটির দাম কমেছে ১ দশমিক ৫৪ শতাংশ। এ মিউচ্যুয়াল ফান্ডটি সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৫ সেপ্টেম্বর। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ৬ টাকা ৪০ পয়সা।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড : সপ্তাহজুড়ে এ ফান্ডটির দাম কমেছে ১ দশমিক ৩৭ শতাংশ। এ মিউচ্যুয়াল ফান্ডটি সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ সেপ্টেম্বর। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ৭ টাকা ২০ পয়সা।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : সপ্তাহজুড়ে এ ফান্ডটির দাম কমেছে ১ দশমিক ৩৩ শতাংশ। এ মিউচ্যুয়াল ফান্ডটি সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ সেপ্টেম্বর। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ৭ টাকা ৪০ পয়সা।

দরপতনের শীর্ষ তালিকায় স্থান করে নেওয়া মিউচ্যুয়াল ফান্ডের বাইরের দুই প্রতিষ্ঠান হলো— এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ডমিনেজ স্টিল বিল্ডিং। এর মধ্যে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দাম কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ। আর ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার দাম কমেছে ১ দশমিক ২৯ শতাংশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: