facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

আইডিএলসি থেকে পদত্যাগ করলেন আরিফ খান


০২ মার্চ ২০২১ মঙ্গলবার, ০২:১৭  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


আইডিএলসি থেকে পদত্যাগ করলেন আরিফ খান

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান পদত্যাগ করেছেন।

কারণ হিসেবে তিনি বলেছেন, এখন তিনি উদ্যোক্তা হতে চান।

আরিফ খান বলেন, “অনেক বছর তো চাকরি করলাম। এবার নিজে উদ্যোক্তা হতে চাই।”

২০১৬ সালের মার্চে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে কমিশনারের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর আরিফ খান আইডিএলসিতে যোগ দিয়েছিলেন।

তার আগে পাঁচ বছর বিএসইসিতে কমিশনার পদে ছিলেন তিনি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি ওই পদ ছেড়েছিলেন।

বিএসইসিতে যোগ দেওয়ার আগে আরিফ খান আইডিএলসি ফিন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতির দায়িত্বেও পালন করেছেন।

আরিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেন। পরে আইবিএ থেকে এমবিএ করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: