facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

অতিরিক্ত সাড়ে ১২ হাজার হাজি পাঠানোর অনুমতি


১৬ মে ২০১৭ মঙ্গলবার, ০৯:৫২  পিএম

শেয়ার বিজনেস24.কম


অতিরিক্ত সাড়ে ১২ হাজার হাজি পাঠানোর অনুমতি

দেশের অতিরিক্ত সাড়ে ১২ হাজারেরও বেশি হাজিকে চলতি বছর ওমরাহ হজে পাঠানোর জন্য ৩২ ওমরাহ হজ এজেন্সিকে অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) বেগম হাসিনা শিরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

৩২ এজেন্সি হলো, আর এইচ মজুমদার ট্রাভেলস, সঞ্জারি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল গাজি ট্রাভেলস লিমিটেড, মৌসুমী এয়ার ট্রাভেলস লিমিটেড, ভার্সেটাইল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, গালফ ট্রাভেলস, নিউ লাইন ট্রাভেল ইন্টারন্যাশনাল, গ্রান্ড মিডিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, উত্তরা ট্রাভেলস ইন্টারন্যাশনাল, খন্দকার এয়ার ইন্টারন্যাশনাল, খাজা এয়ার লাইনার, হাশেম এয়ার ইন্টারন্যাশনাল, এহসান এয়ার ট্রাভেলস, এয়ার কিং ট্রাভেল অ্যান্ড ট্যুরস, বারিধারা ওভারসিজ লিমিটেড, লতিফ ট্রাভেলস লিমিটেড, প্রিমিয়ার কনসালটেন্টস, সাইদ এয়ার ইন্টারন্যাশনাল, সন্দ্বিপ ওভারসিজ, আল এহসান লিমিটেড, এলআর ট্রাভেলস, অ্যাবকো ওভারসিজ, ইনামন এভিয়েশন লিমিটেড, এমসিও ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মাকাম ট্রাভেলস, দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ফিকাস ট্রাভেলস ইন্টারন্যাশনাল, এয়ার ম্যাটকো ইন্টারন্যাশনাল, অশোক ট্রাভেলস, সফুরা এয়ার সার্ভিসেস, রাহাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও আনিকা এভিয়েশন লিমিটেড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: