শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ওয়ান ব্যাংকে নতুন এমডি ইতোমধ্যে যোগ দিয়েছেন, আর সাউথইস্ট ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) নতুন এমডির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁরা চলতি মাসেই দায়িত্ব নিতে যাচ্ছেন বলে ব্যাংক খাত সূত্রে জানা গেছে।
ওয়ান ব্যাংকের এমডি পদে গত রোববার যোগ দিয়েছেন মুহিত রহমান। তিনি এর আগে বহুজাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ কার্যক্রমে এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেওয়া মুহিত রহমান এর আগে আমেরিকান এক্সপ্রেসে কাজ করেছেন। ওয়ান ব্যাংকের সাবেক এমডি মো. মনজুর মফিজের মেয়াদ শেষ হওয়ার পর ফেব্রুয়ারিতে পদটি শূন্য হয়। দেশের আর্থিক খাতে ট্রেজারি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুহিত রহমান ব্যাংকটিকে নতুনভাবে পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেন গত ২৮ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর আগে ৪ মে ব্যাংকের পর্ষদ তাঁকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল। তাঁর পদত্যাগের পর ব্যাংকটি নতুন এমডি খুঁজতে থাকে। শেষ পর্যন্ত ব্যাংকটির নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খালিদ মাহমুদ খান, যিনি বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি ও প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি চলতি মাসেই দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
এছাড়া, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে (এসবিএসি) এমডি হাবিবুর রহমান গত মার্চে পদত্যাগ করেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন এস এম মইনুল কবির, যিনি বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)। তিনিও চলতি মাসের মধ্যেই নতুন দায়িত্বে যোগ দেবেন বলে জানা গেছে।
এদিকে, মেঘনা ব্যাংকেও এমডি পরিবর্তনের প্রক্রিয়া চলছে। ব্যাংকটির এমডি কাজী আহসান খলিল গত ২৭ জুলাই পদত্যাগ করেন। ব্যাংকের পর্ষদ ইতোমধ্যে একাধিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে একটি শীর্ষ বেসরকারি ব্যাংকের বর্তমান এমডিকে এ পদে নির্বাচিত করেছে। এখন শুধু বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললেই মেঘনা ব্যাংকেও নতুন এমডি দায়িত্ব নেবেন।






















