ঢাকা   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল আরও ৩ গার্মেন্টস

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২০ জুলাই ২০২৫

আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল আরও ৩ গার্মেন্টস

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে আরও তিনটি কারখানা পরিবেশবান্ধব (গ্রিন ফ্যাক্টরি) স্বীকৃতি পেয়েছে। এই কারখানাগুলো হলো—টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কমফিট রেইনবো ডাইং অ্যান্ড ফিনিশিং, হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সাইহাম কটন মিলস লিমিটেড ইউনিট-১ ও ইউনিট-২। শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এই স্বীকৃতি প্রদান করে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC), যারা ‘LEED (Leadership in Energy and Environmental Design)’ সনদ প্রদান করে থাকে। LEED স্কোরিং অনুযায়ী, কোনো কারখানা ১১০-এর মধ্যে ৮০ বা তার বেশি নম্বর পেলে 'LEED প্লাটিনাম', ৬০–৭৯ নম্বর পেলে 'LEED গোল্ড', ৫০–৫৯ পেলে 'LEED সিলভার' এবং ৪০–৪৯ পেলে 'LEED সার্টিফায়েড' হিসেবে স্বীকৃত হয়।


নতুন স্বীকৃতি পাওয়া তিন কারখানার মধ্যে কমফিট রেইনবো ডাইং পেয়েছে ৭৫ স্কোর, যা ‘LEED গোল্ড’ অর্জনের জন্য যথেষ্ট। অন্যদিকে, সাইহাম কটন মিলস ইউনিট ১ ও ২ উভয়ই ৫৮ স্কোর পেয়ে ‘LEED সিলভার’ সনদ অর্জন করেছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ২৫৩টি পোশাক কারখানা LEED সনদ পেয়েছে। এর মধ্যে ১০৫টি প্লাটিনাম, ১৩২টি গোল্ড, ১২টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড। পরিবেশবান্ধব কারখানার সংখ্যায় বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানে রয়েছে।

বিশ্বের সেরা ১০টি গ্রিন কারখানার মধ্যে ৯টিই বাংলাদেশে অবস্থিত। এর মধ্যে গাজীপুরের এসএম সোর্সিং সর্বোচ্চ ১০৬ নম্বর পেয়ে বিশ্বের এক নম্বর গ্রিন ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য শীর্ষ গ্রিন কারখানার মধ্যে রয়েছে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া, ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস, ফতুল্লা অ্যাপারেলস, লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।


পরিবেশবান্ধব কারখানার এই অগ্রযাত্রা শুরু হয় ২০১২ সালে, উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে। এরপর থেকে দেশের তৈরি পোশাক খাতে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বের ১০০টি LEED স্বীকৃত গ্রিন ফ্যাক্টরির মধ্যে ৬৮টিই বাংলাদেশে, যা দেশের টেকসই শিল্প উন্নয়নের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত।