ঢাকা   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ–পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশে বাধা নেই

বাংলাদেশ–পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশে বাধা নেই

স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া দর্শকদের খাবার নিয়ে ভোগান্তির অভিযোগ শোনা যায় প্রায়ই। বিশেষ করে গ্যালারিতে খাবারের দাম বেশি রাখা হয় বলে অভিযোগ করেন অনেকে। এবার খাবার নিয়ে দর্শকের ভোগান্তি লাঘবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আগামীকাল শুরু বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজে দর্শক বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তাকর্মীদের তল্লাশি সাপেক্ষেই খাবার ভেতরে নেওয়া যাবে। আজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্টেডিয়ামের ভেতর খাবার ও পানীয় নিয়ে প্রবেশের সুযোগ ছিল না অনেক দিন। বিসিবি সূত্রে জানা গেছে, মাঠের ভেতরে দর্শকদের কাছ থেকে খাবার ও পানীয় বিক্রিতে যে অতিরিক্ত দাম নেওয়া হয়, তা কমাতেই এবারের উদ্যোগ। মাঠের ভেতরে খাবার বিক্রির জন্য যাঁরা দায়িত্ব পেতেন, তাঁরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় দাম নিয়ন্ত্রণ নিয়ে বিসিবির তেমন কিছু করার ছিল না। এবার দর্শকের ভোগান্তি কমিয়ে আনতেই দর্শকদেরই মাঠে খাবার আনার অনুমতি দেওয়া হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান গণমাধ্যম কে  বলেছেন, ‘দর্শকদের সুবিধার কথা চিন্তা করে এবার এটি উন্মুক্ত করা হয়েছে। এবারই প্রথম আমরা এমন উদ্যোগ নিয়েছি। দর্শকদের হাতে যেন আরও বেশি অপশন থাকে, এটাই আমাদের মাথায় কাজ করেছে। খাবার নিয়ে যেন তাঁরা ভালোভাবে ঢুকতে পারে, সঙ্গে মাঠ পরিচ্ছন্ন রাখার বিষয়টিও আমাদের মাথায় থাকবে।’

এ বছরের শুরুতে একাদশে বিপিএলে ‘মুগ্ধ কর্নার’–এর মাধ্যমে দর্শকের জন্য বিনা মূল্যে পানির ব্যবস্থা করেছিল বিসিবি। এবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মাঠের বাইরে থেকে খাবার আনা যাচ্ছে। তবে সেটি শুধু ম্যাচ শুরু হওয়ার আগেই দর্শকেরা নিয়ে আসতে পারবেন, মাঠে ঢুকে পড়ার পর আর বাইরে যাওয়ার সুযোগ থাকবে না তাঁদের।

বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল সিরিজের পরের দুটি ম্যাচ ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ম্যাচ শুরুর সময় সন্ধ্যা ৬টা।