
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কবি হাসান হাফিজ বলেছেন, "বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁ বাংলা সাহিত্যের ক্ষেত্রে সেরা জেলা।"
তিনি জানান, বাংলা সাহিত্যের আদি নিদর্শন ‘চর্যাপদ’ শুরু হয়েছিল কাহ্নপার পদ দিয়ে। আর কাহ্নপা বসবাস করতেন নওগাঁর ঐতিহাসিক সোমপুর বিহারে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরও নওগাঁর পতিসরে জমিদারি পরিচালনার সময় বহু সাহিত্যকর্ম রচনা করেছেন। এসব কারণেই নওগাঁকে সাহিত্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা উচিত বলে মত দেন তিনি।
শনিবার সদর উপজেলা মিলনায়তনে নওগাঁ সাহিত্য পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী লেখক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ।
বক্তব্য দেন—নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, কবি আতাউল হক সিদ্দিকী, কালের কণ্ঠ ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, কথাসাহিত্যিক রবিউল করিম, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন এবং পদকের পৃষ্ঠপোষক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন প্রমুখ।
লেখক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক লেখকের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে "কাহ্নপা সাহিত্য পদক" দেওয়া হয় কবিতায় কবি মজিদ মাহমুদ এবং অনুবাদ সাহিত্যে অনুবাদক খসরু চৌধুরী-কে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামানুসারে এ পদক চালু করা হয়েছে। বাংলা সাহিত্যের সূচনা বরেন্দ্র অঞ্চল থেকে হয়েছে—এই বার্তা দেশ-বিদেশে তুলে ধরাই এই পদকের লক্ষ্য। এছাড়া নতুন প্রজন্মকে শিল্প-সাহিত্যের সঙ্গে যুক্ত করে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।