ঢাকা   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

আগামী পাঁচ দিনে বাড়বে বৃষ্টি, উত্তরাঞ্চলে ভারি বর্ষণের সতর্কতা

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৫৩, ১৯ জুলাই ২০২৫

আগামী পাঁচ দিনে বাড়বে বৃষ্টি, উত্তরাঞ্চলে ভারি বর্ষণের সতর্কতা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরাঞ্চলসহ কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথম দিন (১৯ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে উত্তরাঞ্চলের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দ্বিতীয় ও তৃতীয় দিন (২০–২১ জুলাই) উত্তরাঞ্চলের এই চার বিভাগে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমবে। চতুর্থ ও পঞ্চম দিন (২২–২৩ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি থাকবে এবং সারা দেশেই তাপমাত্রা আরো কিছুটা কমবে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় আছে। ভারতের রাজস্থান অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ দুর্বল হলেও এর প্রভাব থাকছে মৌসুমি বায়ুর অক্ষজুড়ে।