
ঈদের দিনেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস ওটিটি ৩’-এর বিজয়ী সানা মকবুলকে। গত শনিবার থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও হাসপাতাল বা চিকিৎসক সূত্রে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি, তবে জানা গেছে, দীর্ঘদিন ধরে অটোইমিউন হেপাটাইটিস নামক একটি জটিল রোগে ভুগছেন তিনি।
সানার ঘনিষ্ঠ বন্ধু ও চিকিৎসক আসনা সামাজিক যোগাযোগমাধ্যমে সানার একটি হাসপাতাল থেকে তোলা ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, হাসপাতালের পোশাকে বেডে আধশোয়া হয়ে বসে আছেন সানা। সঙ্গে লেখেন, “আমার শক্তিশালী বন্ধু, তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু আমি জানি তুমি জয়ী হয়ে উঠবে। সৃষ্টিকর্তা তোমার পাশে থাকুন।”
এই পোস্ট ছড়িয়ে পড়তেই সানার ভক্ত ও অনুসারীরা দ্রুত তাঁর সুস্থতা কামনা করতে শুরু করেন। কেউ লেখেন, “লড়াইটা তুমি পারবেই,” কেউ বলছেন, “তুমি একা নও, আমরা সবাই তোমার পাশে আছি।”
সানা মকবুল এর আগে একাধিক দক্ষিণী সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। কিন্তু ২০২০ সাল থেকেই লিভার সমস্যা ও অটোইমিউন হেপাটাইটিসে ভুগছেন। সম্প্রতি ভারতী সিংয়ের পডকাস্টে এসে নিজেই জানান, এই রোগে তাঁর শরীরের কোষগুলো নিজের অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করছে, ফলে কিডনি ও বাতের সমস্যাও দেখা দিয়েছে। তিনি বলেন, “এই কারণেই আমি নিরামিষাশী হয়ে গেছি। অনেকেই জানেন না, আমি কতটা কঠিন সময় পার করছি।”
সানার মতোই একই সমস্যায় ভুগছেন আরেক তারকা সামান্থা রুথ প্রভু। সানার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে আবারও আলোচনায় এসেছে এই জটিল ও বিরল স্বাস্থ্য সমস্যা। ভক্তরা এখন সানার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনায় ব্যস্ত।