ঢাকা   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত ও নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত ও নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর মাঝপাড়া গ্রামের উমর আলীর ছেলে আলিম (১১) ও মুকুল হোসেনের মেয়ে মিম (১০)। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়ার বাজু সিংহের ছেলে রহিত সিংহ (৬) বিদ্যালয়ে মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যায়। রহিত ৬৭ নং চৌকা ভড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে। এদিকে বজ্রপাতে রহিত সিংহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।