
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ফনিমনসা সাপ উদ্বার করা হয়েছে। শনিবার বিকেলে শহরের নতুন বাজারে কলার আড়ত থেকে প্রাণীটি উদ্বার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
এর আগে হঠাৎ করেই সাপটি কলার আড়তের একটি কলার ছড়ির ভিতরে সবুজ রঙের সাপ দেখে দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন।বাজারজুড়ে শুরু হয় হুলস্থুল পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ উপস্থিত হয়ে সাপটি শনাক্ত করে সেটিকে উদ্বার করেন। পরে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সজল দেব বলেন, উদ্বার করা প্রাণীটি সবুজ ফণিমনসা সাপ। এটি নির্বিষ প্রজাতির। বৈজ্ঞানিক নাম: Ahaetulla nasuta। সবুজ ফণিমনসা একটি অত্যন্ত সরু ও লম্বা দেহবিশিষ্ট সাপ, যা গাছের ডালপালা বা পাতার মতো দেখতে। এর শরীর উজ্জ্বল সবুজ রঙের এবং চোখ দুটি বড় ও সামনের দিকে কিছুটা বেরিয়ে থাকে, যা অন্য সাপের তুলনায় ব্যতিক্রমী। এই চোখের গঠন ও অবস্থানের কারণে এটি অনেক ভালো দৃষ্টিশক্তি রাখে। এটি দিবাচর অর্থাৎ দিনের বেলায় বেশি সক্রিয়। খুবই ধীর গতিতে চলে এবং সাধারণত গাছের ডালে, ঝোপে বা পাতার আড়ালে লুকিয়ে থাকে। নিজেদের আত্মরক্ষার জন্য এরা গলা ফোলায় এবং মুখ খুলে ভয় দেখায়, যদিও এরা সাধারণত আক্রমণ করে না। সবুজ ফণিমনসা মূলত ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি খেয়ে বেঁচে থাকে।
তিনি বলেন, গরমের কারনে প্রাণীটি কলার ছড়ির ভিতরে লুকিয়ে থাকে। কলার সাথে বাগান থেকে শহরে চলে আসে। তাই গাছ থেকে কলা আনার সময় একটু চেক করে আনা উচিত। আমরা প্রাণীটি সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। শীঘ্রই প্রাণীটি বনে অবমুক্ত করা হবে।