
গাইবান্ধার সাদুল্লাপুরে তালাকের পর ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্ত্রীকে তালাক দিয়ে ২ লাখ ৮৫ হাজার টাকা মোহরানা পরিশোধের পর স্বামী গোসল করেছেন ২৫ কেজি গরুর দুধ দিয়ে! ঘটনাটি এলাকাজুড়ে রীতিমতো কৌতূহলের সৃষ্টি করেছে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়া দুধ দিয়ে গোসলের ছবি নজরে আসে এই প্রতিবেদকের। এর আগে গতকাল শুক্রবার বিকেলে হৃদয় মিয়া ব্যতিক্রমী ওই আয়োজন করেন। তার আগে বৃহস্পতিবার রাতে স্থানীয়দের উপস্থিতিতে ও কাজীর মাধ্যমে তাদের তালাক সম্পন্ন হয়।
জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের কৃষক হৃদয় মিয়া (৩০) এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে (২২) বিবাহ করেন। বিয়েতে দেনমোহর ধার্য হয় ২ লাখ ৮৫ হাজার টাকা। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। বিষয়টি সময়ের সঙ্গে বাড়তে থাকে। তুচ্ছ বিষয়েও বিবাদ লেগেই থাকত।
পরিবারের একাধিকবার মধ্যস্থতার পরও তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে স্থানীয়দের উপস্থিতিতে ও কাজীর মাধ্যমে তালাক সম্পন্ন হয়। হৃদয় মিয়া স্ত্রীকে মোহরানার সম্পূর্ণ অর্থ বুঝিয়ে দেন। তালাকের পরদিন শুক্রবার বিকেলে হৃদয় মিয়া ব্যতিক্রমী এক আয়োজন করেন। তিনি জমিদার বাজার এলাকায় প্রকাশ্যে ২৫ কেজি গরুর দুধ এনে গোসল করেন। এ সময় তার পরিবারের লোকজন গ্রামীণ গান পরিবেশন করে একপ্রকার ‘স্বস্তি উদযাপন’ করে।
এ ঘটনা স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ এটিকে ‘অদ্ভুত ও হাস্যকর’ হিসেবে দেখলেও, অনেকেই বলছেন- ‘হৃদয় এখন যেন মুক্তির আনন্দে ভাসছেন।’