JAC EnergyPac Power
Crystal Life Insurance
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার, ১১:৪৪  এএম

গাজীপুর প্রতিনিধি

শেয়ার বিজনেস24.কম


গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুর হোতাপাড়া এলাকায় ইমাম পরিবহনের ধাক্কায় হালিম সিকদার নামে (৩২) একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার গাজীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালী উপজেলার বোকাইল গ্রামে। তিনি মো. সালাম সিকদারের ছেলে হালিম সিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে মহাসড়ক দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা-টু ময়মনসিংহ রোডের ইমাম পরিবহনের একটি বাস হালিম সিকদারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন জানান, ঢাকা-টু ময়মনসিংহ রোডের যাত্রীবাহী বাস ইমাম পরিবহন ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। এ সময় হোতাপাড়া মহাসড়ক দিয়ে হালিম সিকদার রাস্তা পারাপার হচ্ছিলেন। তখন বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি কোমরে মারাত্মক আঘাত পান এবং সাথে সাথেই মৃত্যুবরণ করেন। বাসটি আটক করা হয়েছে। ঘাতকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: