facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

১৫ কোটি টাকা পেলো সায়হাম কটন


১৯ জুলাই ২০২১ সোমবার, ০২:৫০  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


১৫ কোটি টাকা পেলো সায়হাম কটন

কারখানায় অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিমা দাবির ১৫ কোটি টাকা পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড।

সোমবার (১৯ জুলাই) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে বীমা করা ছিল সায়হাম কটনের। আর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ১৫ কোটি টাকা দিলো সায়হাম কটন। গত বছরের ১৫ অক্টোবর রাতে হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সায়হাম কটনের কারখানায় আগুন লাগে। এতে সুতা উৎপাদনের জন্য গুদামে মজুদ করে রাখা সব কাঁচা তুলা পুড়ে যায়। একই সঙ্গে গুদামের অবকাঠামো নষ্ট হয়। এ ঘটনায় কোম্পানির ৫৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ২২১ টাকা লোকসান হয়েছে। প্রতিষ্ঠানটির গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে কোম্পানিটির বীমা করা ছিল। ক্ষতির বিপরীতে বীমা দাবি হিসেবে গ্রীন ডেল্টা কোম্পানিটিকে ৪২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা পরিশোধ করবে। এ অর্থের মধ্যে ১৫ কোটি টাকার চেক দিয়েছে সায়হাম কটনকে। যা সায়হাম কটনের পর্ষদ গ্রহণ করে পর্ষদে অনুমোদন করে। পুঁজিবাজারে সায়হাম কটন ২০১২ সালে তালিকাভুক্ত হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: