facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

মাঠে ফিরে ভালো লাগছে জেমির


০২ নভেম্বর ২০২০ সোমবার, ০২:৩১  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


মাঠে ফিরে ভালো লাগছে জেমির

করোনার সংক্রমণে স্থগিত হয় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তান এবং কাতারের বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচ।


গত আগস্টে আবার ক্যাম্প শুরু হলেও বেশি দিন স্থায়ী হয়নি। বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে ঢাকায় ফিরেছেন সাত মাস পর। দু’দিনের কোয়ারেন্টিন শেষে ১ নভেম্বর রোববার প্রথম তিনি অনুশীলনে যোগ দেন।

জানুয়ারির পর এই প্রথম জেমি ডে জাতীয় দলের অনুশীলনে উপস্থিত। সময়ের এই বিস্তর ব্যবধানে ভিন্ন এক জেমিকে দেখা গেল। কিছুটা মুটিয়ে গেছেন। মাথার চুল নেমে এসেছে কাঁধ অবধি। এতদিন পর শিষ্যদের সঙ্গে আনন্দ লুকাতে পারেননি তিনি। জেমি বলেন, ‘অপেক্ষায় ছিলাম, কবে মাঠে ফিরতে পারব। আজ (গতকাল) অনেক দিন পর মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। খেলোয়াড়দেরও আনন্দিত দেখলাম।’

নেপালের বিপক্ষে এ মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সে লক্ষ্যে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। ১৩ ও ১৭ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গত ২৪ অক্টোবর শুরু হয়েছে প্রস্তুতি। এতদিন স্থানীয় কোচদের অধীনে প্রস্তুতি নিয়েছেন ফুটবলাররা, প্রধান কোচ জেমির পাঠানো অনুশীলন সূচি অনুসরণ করে।

জেমি বলেন, ‘গেল কয়েকদিন খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনে ওদের উন্নতি চোখে পড়েছে। কিছু খেলোয়াড়ের ফিটনেস ভালো অবস্থায় আছে। আবার অনেকের ফিটনেসে ঘাটতি দেখা যাচ্ছে। হাতে আরও কয়েকদিন সময় আছে। পুরো দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে হবে।’ জেমি ডে’র মতো কাল প্রথম জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন নতুন ইংলিশ গোলকিপার কোচ লেস ক্লিভলি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: