facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

৮ জুন খুলবে জাবির হল


০৩ জুন ২০১৭ শনিবার, ০৭:২৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


৮ জুন খুলবে জাবির হল

আগামী ৮ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্থগিত হওয়া ক্লাস-পরীক্ষা আপাতত স্থগিতই থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ৭ জুলাই এসব ক্লাস-পরীক্ষা শুরু হবে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা প্রত্যাহার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, গত ২৮ মে থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন, রোজা ও ঈদ-উল-ফিতরের ৪১ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির মধ্যেই অনেক বিভাগ-ইনস্টিটিউট ক্লাস-পরীক্ষা চালু রেখেছিল। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় শিক্ষার্থীরা বাড়িতে গিয়েছে। তারা যাতে ভোগান্তিতে না পরে তাই ছুটি শেষে ৭ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘মামলার পরবর্তী করণীয় বিষয়ে আমরা আইন বিশেষজ্ঞের পরামর্শ নেবো। সে অনুসারেই অগ্রসর হবো।’

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের একজন করে সদস্যকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।

সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীকে ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিতে গত শনিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকাল পাঁচটার দিকে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিলে তারা উপাচার্যের বাসভবনের ফটকের তালা ভেঙ্গে প্রাঙ্গণে অবস্থান নেয়। এসময় উত্তেজিত কিছু শিক্ষার্থী ভাঙচুর চালায়। শনিবার রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং ৩১ শিক্ষার্থীকে আসামি করে আশুলিয়া মামলা দায়ের করে বিশ্ববিদ্যায় প্রশাসন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: