facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪

Walton

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে সাকিব


০৮ অক্টোবর ২০১৮ সোমবার, ১০:৪৬  পিএম

নিজস্ব প্রতিবেদক


৭২ ঘণ্টার পর্যবেক্ষণে সাকিব

বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে চোট স্থানের সংক্রমণের চিকিৎসা করাতে শুক্রবার মধ্যরাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল-হাসান। মেলবোর্নের বিশেষজ্ঞ শল্যবিদ গ্রেহ হয়ের তত্ত্বাবধানে গতকাল শুরু হয়েছে সাকিবের চিকিৎসা। গ্রেহ হয়ের কাছে আপাতত ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন সাকিব। এ সময়ের মধ্যে চলবে আঙুলের সংক্রমণের স্থানে নানা ডাক্তারি পরীক্ষা।

গতকাল বিকালে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় দলের ফিজিও তিহান চন্দ্র মোহন সাকিবের আঙুলের চিকিৎসা বিষয়ে সর্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। এখন পর্যন্ত সাকিবের আঙুলের অবস্থা সন্তোষজনক। আশা করি, মেলবোর্ন থেকে ভালো চিকিৎসা নিয়ে সাকিব ফিরতে পারবেন। আমরা সাকিবের চিকিৎসা বিষয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছি না। বিশেষজ্ঞ ডাক্তারদের ব্যবস্থাপত্র মেনে তার চিকিৎসা বিষয়ে সিদ্ধান্তগুলো নেয়া হবে।’

গতকাল সাকিব মেলবোর্ন থেকে আঙুলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তার ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। বিকালে সাকিবের আঙুলের চিকিৎসা প্রসঙ্গে কোচ সালাউদ্দিন বলেন, ‘আজ (গতকাল) সাকিবের চিকিৎসা শুরু হয়েছে মেলবোর্নে। তার আঙুলের সংক্রমণের স্থান ভালো হতে তিন মাস সময় লাগবে। তার পরই মাঠে ফেরার জন্য পুনর্বাসনের কাজ করবেন। তবে মূল অস্ত্রোপচার এখনই করা সম্ভব হচ্ছে না।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: