facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

৬৫ হাজার মিয়ানমারের নাগরিক ফেরাতে বার্তা


১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৭:০৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


৬৫ হাজার মিয়ানমারের নাগরিক ফেরাতে বার্তা

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, অনুপ্রবেশকারী নিবন্ধিত, অনিবন্ধিত এবং গত অক্টোবরের পর থেকে নতুন আসা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে একটি কর্মকৌশল নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এরই মধ্যে প্রায় ৬৫ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। সাম্প্রতিক অনুপ্রবেশ এবং আনুমানিক তিন লাখ অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকের দীর্ঘকাল ধরে অবৈধ অবস্থানের কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকা বিশেষত কক্সবাজার অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করা হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশেষ দূতকে অবহিত করা হয়।

১১ জানুয়ারি বুধবার মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সান সুচির পাঠানো বিশেষ দূত দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউ তিনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ